Tuesday , 26 October 2021
Home / খবর / পূজায় যেখানে ভালোমন্দ রান্না হবে সেখানেই যাব: জয়া

পূজায় যেখানে ভালোমন্দ রান্না হবে সেখানেই যাব: জয়া


কলকাতা, ১১ অক্টোবর – বছর ঘুরে ঢাকের তালে এসেছে দেবী দুর্গা। ব্যস্ত হয়েছেন সনাতন ধর্মাবলম্বী সকল শ্রেণি-পেশার মানুষ। দেবী দুর্গাকে বরণ করে নিতে এবং কয়েকটাদিন তার সঙ্গে কাটাতে ভক্তরা দীর্ঘ অপেক্ষার পর অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলেছেন। ঘরে ঘরে বিরাজ করছে উৎসবের আনন্দ। দেবী দুর্গার অন্য সব ভক্তদের পাশাপাশি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও সমানভাবে উৎফুল্ল।

দুর্গা পূজা উপলক্ষে কী করবেন সেসব জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত ছোট ও বড় পর্দার সমান জনপ্রিয় এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে জয়া বলেছেন, ‘কলকাতা আমার প্রাণের শহর। ভালবাসার শহর। পূজায় সেই চেনা শহর যেন একটু অচেনা হয়ে যায়। কোনও প্রিয় মানুষ আচমকা সেজে উঠলে যেমন অবাক লাগে, শারদ-কলকাতাও যেন তা-ই। চার দিকে কত আলো, মাইকে অনবরত গান, পথঘাট ছেয়ে থাকা ছাতিমের মিষ্টি গন্ধ। রাতারাতি আরও সুন্দরী কলকাতা। অনেকগুলো পুজোই এখানে কাটিয়েছি। এ বারও আমি কলকাতায়। পূজোর চারটে দিন নিজের মতো করে কাটাব।’

তিনি বলেন, ‘আমার পূজা মানেই বন্ধুদের বাড়ি যাওয়া, মন খুলে কথা, হাসাহাসি। পূজায় বেশ কিছু বন্ধুর বাড়ি যাওয়ার দাওয়াত ইতোমধ্যেই পেয়েছি। তাই কোথায় আড্ডা দেব, তা নিয়ে আলাদা করে চিন্তা করতে হচ্ছে না। কিন্তু পেটপুজো ছাড়া আবার আড্ডা হয় নাকি। আমি খুবই খাদ্যরসিক। অভিনয় করলেও খাওয়াদাওয়ায় কোনও রকম কমতি নেই। যখন যা ইচ্ছে, তাই খেয়ে নেই। পূজাতেও ভালমন্দ খাবার চাই-ই চাই!’

জয়া আহসান বলেন, ‘যে দিন যে বন্ধুর বাড়িতে ভালমন্দ রান্নাবান্না হবে, সে দিন সেখানেই গিয়ে হাজির হবো। তবে দিনভর যা-ই খাই, যতই খাই, শেষ পাতে মিষ্টি লাগবেই আমার।’

এন এইচ, ১১ অক্টোবর

web hit counter