Thursday , 1 December 2022
Home / খবর / নুসরাতের সেফ হোম

নুসরাতের সেফ হোম


করোনার শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান। এবার নিজের নির্বাচনী অঞ্চল বসিরহাটের মানুষের পাশে তিনি।

কোভিড আক্রান্তদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে সেফ হোম খুললেন নুসরাত। আক্রান্ত যাদের শরীরে কোভিডের সামান্য উপসর্গ দেখা দিচ্ছে, তাদের জন্য বসিরহাটের ভ্যাবলা পলিটেকনিক কলেজে খুললেন সেফ হোম।

শুধু আক্রান্তদের জন্য আইসোলেশন নয়, তাতে রয়েছে কমিউনিটি কিচেনের ব্যবস্থা।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter