Thursday , 1 December 2022
Home / খবর / প্রযোজনায় আরিফিন শুভ

প্রযোজনায় আরিফিন শুভ


এবার প্রযোজনায় নাম লেখালেন ঢালিউড সুপারস্টার আরিফিন শুভ। চলতি বছরের জুন মাসে তার নতুন সিনেমা ‘নূর’-এর শুটিং শুরু হচ্ছে। সেখানেই প্রযোজক হিসেবে দেখা যাবে তাকে।

এ সম্পর্কে আরিফিন শুভ বলেন, আগে শুধু অভিনয় নিয়েই ভাবতাম। প্রথমবারের মতো সিনেমাটির নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছি। এখন পুরো শুটিং কখন, কোথায় ও কীভাবে হবে সেগুলোর পরিকল্পনা করছি। চিত্রনাট্য থেকে শুরু করে টেকনিক্যাল টিম সবার সঙ্গেই প্রতিদিন মিটিং করছি।

গত মাসের শেষের দিকে সামাজিক মাধ্যমে এক পোস্টে ‘নূর’ সিনেমার ঘোষণা দেন আরিফিন শুভ। এটি পরিচালনা করবেন রায়হান রাফি।

গত মাসে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং শেষে ভারত থেকে ঢাকায় ফেরেন আরিফিন শুভ। তারপর ‘নূর’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter