Thursday , 1 December 2022
Home / খবর / বিকিনিতে বান্ধবীদের সঙ্গে জলকেলিতে মত্ত শাহরুখকন্যা

বিকিনিতে বান্ধবীদের সঙ্গে জলকেলিতে মত্ত শাহরুখকন্যা


মুম্বাই, ২৬ মে – সবে একুশে পা দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। এই তারকা কন্যার জন্মদিনের রেশ এখনও কাটেনি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বান্ধবীদের সঙ্গে সুহানার পার্টির বিভিন্ন ছবি, ভিডিও ভেসে বেড়াচ্ছে। এবার বান্ধবীদের নিয়ে পুল পার্টিতে মজেছেন সুহানা। সুইমিং পুলের মাঝে দাঁড়িয়ে বিকিনি-মনোকিনিতে পোজ দিয়েছে সুহানার বান্ধবীরা।

ইনস্টাগ্রামে বান্ধবীদের সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করেছেন সুহানা। ছবিতে পিছনের সারিতে দেখা যায় শাহরুখকন্যাকে। অন্যদের সুইম স্যুটের ঝলক স্পষ্ট হলেও সুহানার পোশাক প্রকাশ্যে আসেনি। দুটি ছবিতেই বান্ধবীদের পেছনে নিজেকে আড়াল করেছেন এই স্টার কিড।

 

প্রসঙ্গত, মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজের পর এখন নিউ ইয়র্কে পড়াশোনা করছেন সুহানা খান। বর্তমানে তিনি নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন।

এন এইচ, ২৬ মে

web hit counter