Thursday , 1 December 2022
Home / খবর / আবারও সিনেমায় হারুন কিসিঞ্জার

আবারও সিনেমায় হারুন কিসিঞ্জার


দীর্ঘ সময় বিরতির পর সিনেমার শুটিং করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। বিএফডিসিতে গত ২০ মে ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির শুটিংয়ে অংশ নেন।

হারুন কিসিঞ্জার বলেন, সিনেমার বাইরে থাকায় খারাপ লাগা কাজ করতো সবসময়। অনেকদিন পর আবার সিনেমার শুটিংয়ে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে আমার ঘরে ফিরে এলাম। কারণ সিনেমাতে অভিনয় করে সবচেয়ে আনন্দ উপভোগ করতাম। এখানকার সবাই পরিবারের মতো।

সবশেষ এ অভিনেতা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায় অভিনয় করেন। নতুন এ সিনেমায় পুলিশের ওসি চরিত্রে অভিনয় করছেন হারুন কিসিঞ্জার। সিনেমায় অভিনয় না করলেও তিনি নিয়মিত ইউটিউবের স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্রে কাজ করেছেন। তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও আছে। হাতে আর কোনো সিনেমার কাজ আছে কিনা জানতে চাইলে হারুন কিসিঞ্জার বলেন, ইউটিউবের কাজ আছে।

উল্লেখ্য, ১৯৯৩ সালে দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে সিনেমা জগতে কাজ শুরু করেন হারুন কিসিঞ্জার। প্রায় ৭৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। শুধু চলচ্চিত্রে নয়, ৪২টি কৌতুক অ্যালবামও প্রকাশ করেছেন।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter