Saturday , 4 December 2021
Home / খবর / টিজারেই নজর কেড়েছেন অজয়-রণবীর-অক্ষয় – Binodonnews24

টিজারেই নজর কেড়েছেন অজয়-রণবীর-অক্ষয় – Binodonnews24


মুম্বাই, ২০ অক্টোবর – অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘সূর্যবংশী’। গত বছর মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। আগামী নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। প্রচারের অংশ হিসেবে মুক্তি পেয়েছে টিজার।

বুধবার (২০ অক্টোবর) অক্ষয় কুমার তার ইনস্টাগ্রাম অ‌্যাকাউন্টে টিজার প্রকাশ করে মুক্তির তারিখ ঘোষণা করেছেন এই অভিনেতা। সিনেমাটিতে ব‌্যবহৃত ‘আইলা রে আইলা’ গান কবে মুক্তি পাবে সে কথাও জানানো হয়েছে। তবে কয়েক সেকেন্ডের টিজারে অজয় দেবগন, রণবীর সিং ও অক্ষয় কুমারের উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। ১৪ ঘণ্টায় গানটির ভিউ দাঁড়িয়েছে ১৪ লাখের বেশি। ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।

ক‌্যাপশনে অক্ষয় কুমার লিখেছেন—‘‘এই দিওয়ালিতেই আসছে… আগামী ৫ নভেম্বর মুক্তি পাবে ‘সূর্যবংশী’। আগামীকাল মুক্তি পাবে ‘আইলা রে আইলা’ গানটি।’’

পরিচালক রোহিত শেঠির কপ ইউনিভার্সের সিনেমা ‘সূর্যবংশী’। এতে এটিএস অফিসার বীর সূর্যবংশী চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। সিনেমাটিতে অজয় দেবগন ও রণবীর সিংকে অতিথি চরিত্রে দেখা যাবে।

এন এইচ, ২০ অক্টোবর

web hit counter