Monday , 26 July 2021
Home / খবর / প্রেমিকের সঙ্গে কোথায় গেলেন শ্রাবন্তী?

প্রেমিকের সঙ্গে কোথায় গেলেন শ্রাবন্তী?


পশ্চিমবঙ্গে এখন লকডাউন চলছে। তাইতো কাজের চাপ নেই। বাড়িতে বসে বোর হওয়া, নৈব নৈব চ। বরং রাতভর পার্টি হইচই করাই পছন্দ টালিউডের প্রথম সারির তারকারা।

তাদের একজন হলেন শ্রাবন্তী চ্যাটার্জী। বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। বর্তমানে শুটিংয়ের চাপও কম ফলে সব কোলাহল থেকে দূরে গিয়ে একান্তে সময় কাটাতেই ব্যস্ত নায়িকা।

তিনি সব সময় চর্চায় থাকেন, বিতর্ক যেন পিছু ছাড়ে না তার। বারবার প্রেমে আঘাত পাওয়ার পরেও তার প্রেমে পড়তে বা মন গলতে খুব বেশি সময় লাগে না।

নায়িকার মন মাতানো হাসিতে ফিদা হয়ে যান যে কেউ। কানাঘুষো শোনা যাচ্ছিল তিনি নাকি ব্যবসায়ী প্রেমিককে সঙ্গে
নিয়ে পাহাড়ে ঘুরে এলেন। ঠিক সেই সময় নায়িকার ইনস্টাগ্রাম পোস্ট সামনে এলো, যা কিনা এই জল্পনা আরও উস্কে দিলো।

The post প্রেমিকের সঙ্গে কোথায় গেলেন শ্রাবন্তী? appeared first on binodon24.com.

সূত্র: বিনোদন২৪.কম

2021-05-31