Thursday , 2 December 2021
Home / খবর / বিগ বাজেটের অ্যাকশন ছবি নিয়ে আসছেন শাহিদ কাপুর

বিগ বাজেটের অ্যাকশন ছবি নিয়ে আসছেন শাহিদ কাপুর


কবীর সিং -এর সাফল্যের পর প্রযোজক ভূষণ কুমার সহযোগি প্রযোজক হিসেবে অমর বুটালা এবং গরীমা মেহতার সঙ্গে কাজ করতে যাচ্ছেন। তারা ‘বুল’ নামের একটি অ্যাকশন ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন। এখানে প্রধান চরিত্রে দেখা যাবে শাহিদ কাপুরকে।

আশির দশকের একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই এ ছবির গল্প বাছাই করা হয়েছে। এ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে যাত্রা করবেন আদিত্য নিম্বালকর।

এর আগে আদিত্য চলচ্চিত্র নির্মাতা বিশাল ভরদ্বাজের সঙ্গে বেশকিছু কাজ করেছেন।

টি-সিরিজের শেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ভূষণ কুমার ছবিটি নিয়ে বলেন, ‘‘কবির সিং’-এর পরে শহিদের সঙ্গে আমার দ্বিতীয় কাজ হতে যাচ্ছে ‘বুল’। আমি এবং আমার পুরো টিম প্রস্তুত দ্রুতই কাজ শুরু করার জন্য। আমি আনন্দিত যে অমর বুটালা এবং গরীমা মেহতাকে সঙ্গে পেয়েছি।’

শহিদ কাপুর যোগ করেছেন, ‘একটি পূর্ণাঙ্গ অ্যাকশন চলচ্চিত্র হতে যাচ্ছে ‘বুল’। এখানে ব্রিগেডিয়ার বুলসারার জীবনের বাস্তব ঘটনা তুলে ধরা হবে। একজন প্যারাট্রুপারের চরিত্রে অভিনয় করা একটি বিশেষ সুযোগ বলে মনে করি আমি। এটা আমার জন্য সম্মানেরও।’

অমর বুটালা বলেন, ‘আমরা এই চলচ্চিত্রটি জাতির সার্বভৌমত্ব রক্ষাকারী সকল সদস্যদের উৎসর্গ করছি। তারাই আমাদের সাহসী সন্তান। তাদের বীরত্বের গল্প তুলে ধরতে চাই চলচ্চিত্রে। আশা করছি সিনেমাটি সৈনিকদের কাছেও উদযাপন করার মতো উপলক্ষ বয়ে আনবে।’

ছবিটির শুটিং শুরু হবে ২০২২ সালে। তবে শহিদ কাপুর ছাড়া এখনো বাকি চরিত্রগুলোর জন্য কেউ চূড়ান্ত হয়নি।

অর্থসূচক/এমএস


সূত্র: অর্থসূচক

web hit counter