Thursday , 2 December 2021
Home / খবর / অভিনেতা কায়েস চৌধুরী মারা গেছেন

অভিনেতা কায়েস চৌধুরী মারা গেছেন


স্বনামধন্য নির্মাতা, অভিনেতা ও নাট্যকার কায়েস চৌধুরী আর নেই। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এ তথ্য নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

তিনি জানান, কায়েস চৌধুরী কিডিনি রোগে ভুগছিলেন।

সাগর বলেন, ‘মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সবাই কায়েস ভাইয়ের জন্য দোয়া করবেন।’

দীর্ঘদিন ধরেই একজন নির্মাতা ও অভিনেতা হিসেবে কাজ করছেন কায়েস চৌধুরী। একজন নাট্যকার হিসেবেও তিনি উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় নাটক।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter