Thursday , 2 December 2021
Home / খবর / প্রথমবার ছেলেকে দেখতে কারাগারে শাহরুখ খান

প্রথমবার ছেলেকে দেখতে কারাগারে শাহরুখ খান


মুম্বাই, ২১ অক্টোবর – কারাগারে বন্দি ছেলেকে দেখতে গেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

মাদক মামলায় বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে বন্দি শাহরুখ পুত্র আরিয়ান খান। বুধবার (২০ অক্টোবর) তার জামিন শুনানি ছিল। কিন্তু এদিনও তার জামিন আবেদন খারিজ হয়। আপাতত কারাগারেই থাকতে হচ্ছে তাকে। তবে নিম্ন আদালতের এই রায়কে চ‍্যালেঞ্জ জানিয়ে বম্বে উচ্চ আদালতে জামিন আবেদন করবেন বলে জানিয়েছেন আরিয়ানের আইনজীবী।

এদিকে বুধবারই কারাগার কর্তৃপক্ষের কাছ থেকে ছেলের সঙ্গে দেখা করার অনুমতি নিয়েছিলেন শাহরুখ। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কারাগারে পৌঁছান ‘কিং খান’। আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর প্রথম প্রকাশ্যে এলেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কড়া নিরাপত্তার মধ্যে কারাগারে এসেছিলেন শাহরুখ। পরনে ছিল সাধারণ পোশাক, মুখে মাস্ক এবং চোখে সানগ্লাস। ছেলের সঙ্গে ১৫ মিনিটের মতো ছিলেন তিনি। এরপর গাড়িতে উঠে চলে যান। এই অভিনেতার সঙ্গে তার আইনজীবীদের দলও ছিলেন।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে এনসিবি। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। এরপর গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি রয়েছেন শাহরুখ পুত্র।

এন এইচ, ২১ অক্টোবর

web hit counter