Monday , 26 July 2021
Home / খবর / কত ছিল বিদ্যার প্রথম পারিশ্রমিক?

কত ছিল বিদ্যার প্রথম পারিশ্রমিক?


মুম্বাই, ১৬ জুন – জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। বলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি। সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদেরও একজন বিদ্যা।

কিন্তু অনেকেই জেনে অবাক হবেন— প্রথম পারিশ্রমিক হিসেবে মাত্র ৫০০ রুপি পেয়েছিলেন এই অভিনেত্রী। তবে এটি কোনো সিনেমা বা টিভি অনুষ্ঠানের জন্য নয়। পর্যটন করপোরেশনের ক্যাম্পেইনে অংশ নিয়ে এই পারিশ্রমিক পান তিনি।

বিদ্যা বালান বলেন, ‘আমার প্রথম বেতন ছিল ৫০০ রুপি। রাজ্য পর্যটনের একটি ক্যাম্পেইনে অংশ নিয়ে এটি পেয়েছিলাম। আমার বোন, আমি, কাজিন ও বন্ধু— চারজন বেড়াতে গিয়েছিলাম। আমরা সবাই ৫০০ রুপি করে পেয়েছিলাম।’

বিদ্যা জানান, প্রথম পারিশ্রমিকের জন্য বেশি কিছু করতে হয়নি তাকে। শুধু হাসিমুখে গাছের পাশে দাঁড়িয়ে থাকতে হয়েছে।

অমিত মাসুকারের ‘শেরনি’ সিনেমায় দেখা যাবে বিদ্যাকে। এতে একজন বনবিভাগের কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন তিনি। ১৮ জুন অ্যামাজন প্রাইমে সিনেমাটি মুক্তি পাবে।

এম এউ, ১৬ জুন

2021-06-17