Saturday , 4 December 2021
Home / খবর / করোনায় আক্রান্ত অভিনেতা অনির্বাণ – Binodonnews24

করোনায় আক্রান্ত অভিনেতা অনির্বাণ – Binodonnews24


কলকাতা, ২২ অক্টোবর – করোনা সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মানুষ। এই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন টলিউডের দর্শকপ্রিয় অভিনেতা অনিবার্ণ ভট্টাচার্য।

এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক দিন আগে মুক্তি পেয়েছে অনিবার্ণ অভিনীত ‘গোলন্দাজ’ সিনেমাটি। এ সিনেমার প্রিমিয়ারে অংশ নিয়ে বাড়ি ফেরার পর অসুস্থ বোধ করেন অনিবার্ণ। এরপর কোভিড-১৯ টেস্ট করালে রেজাল্ট পজিটিভ আসে। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। এখন শারীরিক আর কোনো সমস‌্যা নেই। আপাতত নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি।

‘লহ গৌরাঙ্গের নাম রে শিরোনামে নতুন একটি সিনেমার কাজ অনির্বাণের হাতে রয়েছে। এ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। এ সিনেমার মাধ‌্যমে নতুন একটি জুটি পেতে চলেছে টলিউড। এতে অনির্বাণের বিপরীতে অভিনয় করবেন পাওলি দাম।

এন এইচ, ২২ অক্টোবর

web hit counter