Tuesday , 3 August 2021
Home / খবর / ইকবালের ‘রিভেঞ্জ’ সিনেমায় দীপা খন্দকার

ইকবালের ‘রিভেঞ্জ’ সিনেমায় দীপা খন্দকার


অভিনয় ক্যারিয়ায়ে দীপা খন্দকার নাটকে বেশ জনপ্রিয়, সময়ও দিয়েছেন অনেক বেশি। কয়েক বছর আগে ‘ভাইজান এলো রে’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান। এরপর তাকে ‘পায়ের ছাপ’ সিনেমায় দেখা যায়। এবার তার ক্যারিয়ারে যুক্ত হলো তৃতীয় সিনেমা ‘রিভেঞ্জ’।

মো. ইকবাল পরিচালিত এই সিনেমায় গতকাল (৬ জুন) চুক্তিবদ্ধ হন দীপা। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

সিনেমায় দীপাকে মায়ের চরিত্রে দেখা যাবে। এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘‘রিভেঞ্জ’ সিনেমার গল্প ভালো লেগেছে। এতে আমার চরিত্রটিও দারুণ। চলচ্চিত্রে আমি খুব কম কাজ করেছি। একটু বেছে বেছে কাজ করতে চাই।’

আগামী ১২ জুন দীপার দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় দীপা খন্দকার ছাড়াও অভিনয় করবেন শবনম বুবলী, জিয়াউল রোশান, মিশা সওদাগর ও সীমান্ত। সম্প্রতি দীপাকে তিনটি বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে।

অর্থসূচক/এমএস

সূত্র: অর্থসূচক

2021-06-17