Saturday , 4 December 2021
Home / খবর / অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন বিপাশা

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন বিপাশা


মুম্বাই, ২৫ অক্টোবর – বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন। এরপর একাধিকবার এই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন শোনা গেছে। সম্প্রতি ফের তার মা হওয়ার গুঞ্জন চাউর হয়েছে। এ নিয়ে চলছে নানা জল্পনা।

মা হওয়ার গুঞ্জন নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে কথা বলেছেন বিপাশা। এ অভিনেত্রী বলেন—‘আমার পরিবার আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি, ওজন বাড়লেই আমার মা হওয়া নিয়ে পরিবারের ভেতর এবং বাইরে অনেক জল্পনা তৈরি হয়। আমি ফিটনেস অ্যাম্বাসেডর কিন্তু কখনো কখনো ফিটনেসের কথা ভাবি না। তার মানে অস্বাস্থ্যকর কিছু করি তা নয়। এটাও জানি, যতক্ষণ আমার সন্তানকে না দেখছেন, ততক্ষণ আমাকে নিয়ে এই জল্পনা চলতেই থাকবে।’

৪২ বছর বয়েসী বিপাশা বসু বলেন—‘সবসময় এই আলোচনায় আমি বিরক্ত হই এমন নয়! কারণ আমার সম্পর্কে খারাপ কিছু তো বলা হচ্ছে না। কিন্তু আমি তো প্রেগন্যান্ট নই এটাই খারাপ লাগার বিষয়।’

তবে সন্তান নেওয়া প্রসঙ্গে এর আগে বিপাশার স্বামী করণ বলেছিলেন, ‘বিপাশা এটি সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছে। আমরা ভুলে যাই যে, একটি আত্মা পৃথিবীতে আসে তার নিজস্ব পরিকল্পনা ও সিদ্ধান্তে। এখানে আমাদের হাতে কিছু নেই।’

এন এইচ, ২৫ অক্টোবর

web hit counter