Thursday , 29 July 2021
Home / খবর / এই সময়ে প্রিয়মনি

এই সময়ে প্রিয়মনি


তরুণ প্রজন্মের চিত্রনায়িক প্রিয়মনি ‘ভালোবাসার প্রজাপতি’ চলচ্চিত্রের মধ্যে দিয়ে চলচ্চিত্রে নাম লেখান। তবে ছবিটির শুটিং শেষ হওয়ার আগেই গেলো ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘কসাই’ চলচ্চিত্রটি। এতে চিত্রনায়ক নিরবের বিপরীতে দেখা গেছে তাকে।

প্রিয়মনি অভিনীত ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে কসাই সিনেমা হলে মুক্তি পাবে বলে জানান তিনি। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন।

প্রিয়মনি বলেন, ছবিটি ওটিটি মুক্তির পর এতোটা প্রশংসা পাবো আশা করিনি। তবে দর্শকের যে সাপোর্ট পেয়েছি তা বলার মতো নয়। সিনেমা হলে মুক্তির পর আরও বেশি দর্শক ছবিটি দেখবেন বলে আমার বিশ্বাস।

প্রিয়মনি আরও বলেন, কসাই মুক্তির পর বেশ কিছু কাজের অফার পেয়েছি। শুটিং অবশ্য আরও কিছুটা পরে শুরু হবে। কারণ হঠাৎ করোনার প্রকোপ বেড়ে গেছে। বর্তমানে ভালো কিছু বই পড়ছি। প্রচুর সিনেমা দেখছি। এছাড়া আমি তো আগে থেকেই নাচটা জানি, সেটার চর্চা করছি।

The post এই সময়ে প্রিয়মনি appeared first on binodon24.com.

সূত্র: বিনোদন২৪.কম

2021-06-17