Saturday , 4 December 2021
Home / খবর / সাবেক স্বামীর বিমান ছিনতাই নিয়ে সিনেমায় আপত্তি সিমলার

সাবেক স্বামীর বিমান ছিনতাই নিয়ে সিনেমায় আপত্তি সিমলার


ঢাকা, ২৭ অক্টোবর – চিত্রনায়িকা সিমলার সঙ্গে ডিভোর্সের পর বিমান ছিনতাইয়ের চেষ্টা করে আলোচনায় আসেন পলাশ আহমেদ। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে দুবাইগামী উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের চেষ্টা করেন এই অভিনেত্রীর সাবেক স্বামী পলাশ। এবার সেই ঘটনা অবলম্বনে রাশিদ পলাশ নির্মাণ করছেন সিনেমা। নাম ‌‘ময়ূরপঙ্খী’। আর এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

তবে সিনেমাটি নির্মাণে আপত্তি জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সিমলা। তার ভাষ্য, ‘ছবির বিষয়ে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। ঘটনাটি স্পর্শকাতর। আর পলাশের সঙ্গে আমার সংসার হয়েছে অল্প ক’দিন। সেই সামান্য ঘটনায় আমাকে জড়িয়ে ছবি বানালে অনেক ভুল-ভ্রান্তির আশঙ্কা আছে। আমি নির্মাতাকে অনুরোধ করব, ছবিটি না বানাতে। আমি জীবনের এই কালো অধ্যায়টা ভুলে যেতে চাই।’

সিমলা আরও বলেন, ‘ছবির প্রযোজক শাহাদাৎ হোসেন লিটন ভাই আমার পূর্বপরিচিত। আশা করছি, তিনি বিষয়টি বুঝবেন।’

এন এইচ, ২৭ অক্টোবর

web hit counter