Tuesday , 27 July 2021
Home / খবর / বলিউডের নায়িকারা মিঠুনের সঙ্গে কাজ করতে চাইতেন না

বলিউডের নায়িকারা মিঠুনের সঙ্গে কাজ করতে চাইতেন না


কলকাতা, ১৮ জুন- টালিউড ও বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রথম ছবি ‘মৃগয়া’তে অভিনয় করেই জাতীয় পুরস্কার পান। সাতের দশকে ধীরে ধীরে ‘তারকা’র তকমা পেতে শুরু করেন তিনি।

আটের দশকে বলিউডে রাজত্ব করেছিলেন তিনি। নায়কের বলিউডের জার্নি খুব একটা মসৃণ ছিল না। সাফল্যের জন্য বহু কাঠখড় পোহাতে হয়েছিল তাকে।

এক সাক্ষাৎকারে মিঠুন জানান, বলিউডে তার সংগ্রাম খবুই ‘হতাশাজনক’ ছিল।

তিনি বলেছিলেন, ‘আমি তা নিয়ে কথা বলে সবাইকে হতাশ করতে চাই না।

মিঠুন জানিয়েছিলেন, ‘আমি কারও নাম নিতে চাই না। এটা তখনকার কথা যখন বলিউডে নিজের একটা জায়গা তৈরি করার চেষ্টা চালাচ্ছি। তখন কানে আসতো অনেক নায়িকাই আমার সঙ্গে কাজ করতে চাইতো না। কারণ অন্যান্য নায়করা চাইতো না সেইসব নায়িকারা আমার সঙ্গে কাজ করুক। অনেক বাধা এসছে। আমি শুধু ভাবতাম, আমার মধ্যে যদি প্রতিভা থাকে কেউ আমায় আটকাতে পারবে না। একদিন এরাই আসবে আমার সঙ্গে কাজ করতে। আমি ভাবতাম আমার মধ্যেই হয়তো কোনও খামতি আছে। নিজেকে আরও ভালো করে তৈরি করার জেদ আমার মনে চেপে বসতো।’

এস সি/১৮ জুন

2021-06-19