Saturday , 24 July 2021
Home / খবর / অল্পের জন্য রক্ষা পেলেন ইরফান সাজ্জাদ

অল্পের জন্য রক্ষা পেলেন ইরফান সাজ্জাদ


ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেলেন তিনি । গতকাল মুন্সিগঞ্জ গজারিয়া পুলিশ ফাঁড়ির সড়কের সামনে এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেতা।

জানা গেছে, পারিবারিক কাজে নিজের বাড়ি চট্টগ্রামে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ইরফান সাজ্জাদের গাড়ির সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও অক্ষত আছেন তিনি।

তবে একটু এদিক-সেদিক হলেই প্রাণ হারাতে পারতেন। দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইরফান সাজ্জাদ বলেন, আল্লাহর রহমতে বেঁচে গেছি। অনেক বড় বিপদ হতে পারতো।

তিনি আরও বলেন, হাইওয়েতে কখনও এরকম এক্সিডেন্টের মুখোমুখি হইনি। সবকিছু মিলিয়ে একটু নার্ভাস। আমি আমার মতোই গাড়ি চালাচ্ছিলাম। পিছন থেকে বেপোরোয়া গতিতে একটা বাস আসছিল। বাসটাকে সাইড দিলাম। বাসটা আমার ডান পাশে চলে যাচ্ছিল। কিন্তু যাওয়ার সময় আমাকে চাপ দিলো।

এই অভিনেতা বলেন, তখন আমি দেখলাম সামনে একটি সিএনজি দাঁড়িয়ে আছে। চেষ্টা করলাম সিএনজিটাকে পাশ কাটিয়ে সামনে একটা খালি জায়গা ছিল ওখানে যাওয়ার। গেলে সেফ হয়ে যেতাম। কিন্তু সিএনজি চালকটা হঠাৎ করে ডানে চেপে গেল। আমি তখন সিএনজি আর বাসের মাঝামাঝি পড়ে গেলাম। জায়গার ওপর হার্ড ব্রেক করলাম। পেছন থেকে আরেকটা গাড়ি এসে জোরে মারলো। পরে পুলিশ এসে সবাইকে ওখান থেকে সেফ করেন।

সূত্র: বিনোদন২৪.কম

2021-06-20