Thursday , 29 July 2021
Home / খবর / কাজলের কাছে হিংসুটের মতো আবদার করলেন বোন নিশা!

কাজলের কাছে হিংসুটের মতো আবদার করলেন বোন নিশা!


হায়দ্রাবাদ, ২০ জুন – ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেত্রী কাজল আগরওয়াল। বলিউড সিনেমাতেও অভিনয় করেন তিনি।

শনিবার (১৯ জুন) ছিল কাজলের জন্মদিন। বিশেষ দিনে এই অভিনেত্রীর কাছে একটি আবদার করেছেন তার বোন নিশা। তিনি জানিয়েছেন, কাজল দ্রুত মা হওয়ার সিদ্ধান্ত নিক, এটাই তার একমাত্র চাওয়া।

নিশা বলেন, ‘কাজলের বিয়ের পর আমার ছেলে ঈশান তাকে খুব মিস করে। কারণ কাজল তার কাছে মায়ের থেকেও বেশি। আমি না থাকলে ঈশান কাজলের কাছেই থাকত। আমি চাই তার দ্রুত সন্তান হোক। সে ঈশানের সঙ্গে সময় কাটাতে পারবে। ঈশানের তিন বছর বয়স হলো। বেশি দেরি করলে ঈশানের সঙ্গে বয়সের পার্থক্য তৈরি হবে, সেটা ভালো হবে না।’

গত ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কাজল আগরওয়াল। করোনা মহামারির কারণে ছোট পরিসরে তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা এই বিয়েতে উপস্থিত ছিলেন।

কাজলের পরবর্তী সিনেমা ‘আচার্য’। এটি ছাড়াও কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি। পাশাপাশি একটি হরর সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কাজল।

এন এইচ, ২০ জুন

2021-06-21