Thursday , 2 December 2021
Home / খবর / করোনায় আক্রান্ত অভিনেত্রী উর্মিলা – Binodonnews24

করোনায় আক্রান্ত অভিনেত্রী উর্মিলা – Binodonnews24


মুম্বাই, ০১ নভেম্বর – করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। বর্তমানে বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। ৪৭ বছর বয়েসী এই অভিনেত্রী ইনস্টাগ্রামে এসব তথ‌্য জানিয়েছেন।

আপাতত বাড়িতে পোষ্যের সঙ্গেই সময় কাটছে উর্মিলার। শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে এ অভিনেত্রী লিখেন, ‘আমি করোনা পজিটিভ। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছি, তবে ভালো আছি। গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা এসেছেন, সুরক্ষার জন্য তারা কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নেবেন। সবাই নিজের খেয়াল রাখুন, সাবধানে দীপাবলি উদযাপন করুন।’

সম্প্রতি একটি গেট টুগেদারের আয়োজন করেছিলেন অভিনেত্রী শাবানা আজমি। তাতে হাজির হয়েছিলেন অনিল কাপুর, উর্মিলাও। একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছিলেন তারা। অনিল-উর্মিলা ছাড়াও জনপ্রিয় থিয়েটার পরিচালক ফিরোজ আব্বাস খানও এ পার্টিতে উপস্থিত ছিলেন।

এন এইচ, ০১ নভেম্বর

web hit counter