Monday , 26 July 2021
Home / খবর / নুসরাতের মেজাজ মর্জির ঠিক নেই

নুসরাতের মেজাজ মর্জির ঠিক নেই


সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহানের মন ভালো নেই? ইনস্টাগ্রামে দু’টি স্টোরি পোস্ট করলেন। প্রথমটায় তার মন খারাপ প্রকাশ পেলেও পরের ছবিতে নুসরাত জাহানের চেহারায় যেন আসন্ন মাতৃত্বের আভা ফুটে উঠেছে।

এদিকে গর্ভবতীদের যে ঘন ঘন মেজাজের পরিবর্তন ঘটে, তার উদাহরণ কি নুসরাতের দু’টি পোস্টের যোগফল? দু’টি ভিডিওর মধ্যে প্রায় এক দিনের ব্যবধান।

প্রথমটিতে একটি ভিডিও পোস্ট করেছেন নুসরত। একটি ছোট্ট মেয়ে বলছে, ‘‘আমার জীবন ভীষণ ছন্নছাড়া। আমার কফির প্রয়োজন। আর মানুষ বড় অদ্ভুত। আমি মৎস্যকন্যা হতে চাই।’’

আর সেই ভিডিওর একদম নীচে নুসরাত লিখেছেন, ‘নিজের সঙ্গে মেলাতে পারছি।’

পরের ভিডিওতে নুসরতকে দেখা যাচ্ছে, সুন্দর করে সেজে রয়েছেন। মাথার চুল টান টান করে সাদা ব্যান্ড দিয়ে বাঁধা। কানে সাদা দুল। ঠোঁটে লাল লিপস্টিক। নীল রঙের ঢিলে টপ তাঁর গায়ে। মুখে হাসি। অভিনেত্রী সেই ভিডিওর ওপরে বড় বড় করে লিখে সবাইকে ‘হ্যালো’ জানিয়েছেন।

সূত্র: বিনোদন২৪.কম

2021-06-22