Thursday , 5 August 2021
Home / খবর / প্রেমের সময় নেই, বিয়ে নিয়েও ভাবছেন না স্পর্শিয়া

প্রেমের সময় নেই, বিয়ে নিয়েও ভাবছেন না স্পর্শিয়া


দেখতে দেখতে ক্যারিয়ারের এক দশককে পা রাখলেন অর্চিতা স্পর্শিয়া। শুরুর দিকে ছোট পর্দায় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে সিনেমাতেই থিতু হয়েছেন। আগামী ২৫  শে জুন সিনেমা হলে মুক্তি পাচ্ছে স্পর্শিয়া অভিনীত ‘নবাব এলএলবি সিনেমাটি। 

ওটিটি প্ল্যাটফরমের পর সিনেমা হলে ছবিটি নিয়ে প্রত্যাশার বিষয়ে স্পর্শিয়া বলেন, অনলাইনে মুক্তি পেয়েছিলো ছবিটি। এটি হলে মুক্তির পাওয়ার মতো ছবি। এবার হলে মুক্তি পাচ্ছে। আশা করছি দর্শক সিনেমাটি পছন্দ করবেন।

এদিকে এরইমধ্যে শেষ করেছেন চিত্রনায়িকা রোজিনার নির্মিত ‘ফিরে দেখা’সিনেমার শুটিং। এতে তিনি জুটি বেঁধেছেন মডেল-অভিনেতা নিরবের সঙ্গে। সরকারি অনুদানে এটি নির্মাণ হচ্ছে এটি।

এর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্পর্শিয়া। তবে সেই সংসার ভেঙে গেছে। এরপর থেকেই কাজেই সকল ব্যস্ততা তার। এ বিষয়ে স্পর্শিয়া বলেন, এখন কাজের দিকে সব মনোযোগ। প্রেম করার মতো সময় নেই। তাই বিয়ে নিয়ে ভাবছি না।

সূত্র: বিনোদন২৪.কম

2021-06-22