Thursday , 5 August 2021
Home / খবর / পরিবারের পছন্দে দু’তিন বছর পর বিয়ে করবেন স্পর্শিয়া

পরিবারের পছন্দে দু’তিন বছর পর বিয়ে করবেন স্পর্শিয়া


ঢাকা, ২২ জুন- জনপ্রিয় মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি তিনি অংশ নিয়েছেন একটি মিউজিক ভিডিওতে। ওপার বাংলার কবির সুমনের কথা ও সুরে, শিল্পী আরমান সিদ্দিকির একটি গানে দেখা যাবে তাকে।

স্পর্শিয়া জানান, প্রায় চার বছর পর মিউজিক ভিডিও’র মডেল হয়েছেন তিনি। গানের ভিডিওটি বেশ বড় আয়োজনেই হচ্ছে। এছাড়াও আগামী ২৫ জুন মুক্তি পাচ্ছে স্পর্শিয়া অভিনীত সিনেমা ‘নবাব এলএলবি’। অনন্য মামুনের পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, শহীদুজ্জামান সেলিম, শাহীন মৃধাসহ অনেকে।

স্পর্শিয়ার ভাষ্য, ‘ছবিটি গত বছর ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছিল। এবার এটি সিনেমা হলে আসছে। এটি হলে মুক্তি পাওয়ার মতোই একটি ছবি। ছবিটি নিয়ে ইতিমধ্যেই অনেক আলোচনা হয়েছে। আশা করি, “নবাব এলএলবি” দর্শকদের ভালো লাগবে।’

এদিকে, স্পর্শিয়া ইতিমধ্যেই শেষ করেছেন চিত্রনায়িকা রোজিনার পরিচালনায় ‘ফিরে দেখা’ সিনেমার শুটিং। মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমায় তিনি জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরবের সঙ্গে। কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এবারই প্রথম মুক্তিযুদ্ধের ছবিতে কাজ করলাম। সরকারি অনুদানে এটি নির্মাণ হচ্ছে। এছাড়াও এই ছবির পরিচালক নিজেও একজন গুণী অভিনেত্রী। তাই শুটিংয়ের সময় তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’

সিনেমার বাইরে সম্প্রতি এই অভিনেত্রী ‘ফেক বউ’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে কাজ করেছেন। এটি পরিচালনা করেছেন সামির আহমেদ।

সবশেষ ব্যক্তিজীবন প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘এখন কাজের সময় আর কাজ নিয়েই আছি। তাই আপাতত বিয়ে নিয়ে ভাবছি না। পরিবারের পছন্দে দু’তিন বছর পর বিয়ে করতে পারি।’

এস সি/২২ জুন

2021-06-23