Monday , 26 July 2021
Home / খবর / আসছেন স্বাগতা

আসছেন স্বাগতা


জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা স্বাগতা। ঈদের জন্য আজ থেকে একটি নাটকের শুটিং শুরু করেছেন তিনি।
চন্দন চৌধুরী পরিচালিত নাটকের নাম ‘ওয়ান্ডার লাভার বয়’ । এতে তিনি জুটি বাঁধছেন আনিসুর রহমান মিলনের সঙ্গে।

স্বাগতার ভাষ্য, করোনাকালীন এই সময়ে খুব বেশি কাজ করছি না। এই সময়ে সব ধরনের কাজের জন্য ঝুঁকি নিতে চাই না। এই নাটকের গল্পটি পছন্দ হওয়ায় কাজ করছি। একক নাটকের বাইরে এই অভিনেত্রী ‘সায়ংকাল’ শিরোনামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন।

আফসানা মিমির পরিচালনায় এটি প্রচার হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে। এতে ‘নার্গিস’ চরিত্রে অভিনয় করছেন স্বাগতা। টিভি নাটকের বাইরে অভিনেত্রীর তিনটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো- গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’ এবং অন্য দুটি নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘মানুষের বাগান’।

উল্লেখ্য, ২০০৭ সালে এই অভিনেত্রীর ‘শত্রু শত্রু খেলা’ ছবিটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। এতে তাকে দেখা যায় প্রয়াত নায়ক মান্নার বিপরীতে। পরবর্তীতে আরও কয়েকটি ছবিতে এই গ্ল্যামারকন্যা অভিনয় করেন। মাঝে নানা কারণে চলচ্চিত্রে থেকে দূরে ছিলেন তিনি। তবে আবারো সরব হচ্ছেন।

সূত্র: বিনোদন২৪.কম

2021-06-24