Tuesday , 30 November 2021
Home / খবর / দাপটের সঙ্গে দ্বিতীয় দিনও পার করলো ‘সূর্যবংশী’

দাপটের সঙ্গে দ্বিতীয় দিনও পার করলো ‘সূর্যবংশী’


মুম্বাই, ০৭ নভেম্বর – অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘সূর্যবংশী’। শুক্রবার (৫ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। বক্স অফিসে শুরুটা বেশ ভালোই করেছে রোহিত শেঠি পরিচালিত এই সিনেমা। মুক্তির দ্বিতীয় দিনেও সেই দাপট ধরে রেখেছে এটি।

ভারতের সাড়ে তিন হাজার এবং বিদেশে এক হাজার তিনশ প্রেক্ষাগৃহে ‘সূর্যবংশী’ সিনেমাটি মুক্তি পায়। একই দিনে মুক্তি পেয়েছে হলিউডের সাড়া জাগানো সিনেমা ‘ইটার্নাল’। তবে দর্শক সংখ্যার দিক থেকে ভারতে এগিয়ে ‘সূর্যবংশী’।

বক্স অফিস ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির দ্বিতীয় দিনে ভালোভাবেই বক্স অফিস ধরে রেখেছে ‘সূর্যবংশী’। নেট রেঞ্জ কালেকশন দ্বিতীয় দিনে ২৪ কোটি ৫০ লাখ রুপি। ছুটির দিনে এই কালেকশন হয়েছে, যা প্রথম দিনের চেয়ে মাত্র ৫-১০ শতাংশ ড্রপ করেছে।

সিনেমা বিশেষজ্ঞদের মতে, করোনার পর বক্স অফিসে আশার আলো জাগানোর ক্ষমতা রাখছে অক্ষয়ের এই সিনেমা।

করোনা মহামারির কারণে দীর্ঘদিন ভারতে প্রেক্ষাগৃহ বন্ধ ছিল। ফলে ‘সূর্যবংশী’ মুক্তি দেওয়া সম্ভব হয়নি। ডিজিটাল প্ল্যাটফর্মে এর মুক্তির গুঞ্জন শোনা গিয়েছিল। তবে দ্বিতীয় দফায় করোনার প্রকোপের পর আবারো সিনেমা প্রদর্শনী শুরু হয়। এরপরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দেন নির্মাতারা।

‘সূর্যবংশী’ সিনেমায় এটিএস অফিসার বীর সূর্যবংশী চরিত্রে দেখা গেছে অক্ষয় কুমারকে। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হয়েছেন অজয় দেবগন ও রণবীর সিং। এছাড়াও অভিনয় করেছেন ক‌্যাটরিনা কাইফ।

এন এইচ, ০৭ নভেম্বর

web hit counter