Thursday , 29 July 2021
Home / খবর / চিত্রনায়ক ও সাংসদ ফারুকের শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো

চিত্রনায়ক ও সাংসদ ফারুকের শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো


ঢাকা, ২৪জুন- ঢাকাই সিনেমার চিত্রনায়ক ও সাংসদ ফারুকের অবস্থা কখনো ভালো, কখনো খারাপ। একটু উন্নতি তো আবার অবনতি। গত কয়েক মাস ধরে এমন অবস্থার মধ্য দিয়েই যাচ্ছেন তিনি। মাঝখানে তার মৃত্যুর গুজবও রটেছিল। তারপরও হাল ছাড়েননি তার স্বজন ও চিকিৎসকেরা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফারুক। তবে তার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। এমনটাই জানালেন এ নায়কের স্ত্রী ফারহানা পাঠান।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, ফারুকের অবস্থা আস্তে আস্তে ভালো হচ্ছে। মার্চের শেষ দিকে যে অবস্থা হয়েছিল, ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। আল্লাহর রহমতে এখন সেই শঙ্কা কেটে গেছে।’

কিছুদিন আগে নড়াচড়া ও কথা বলার মতো অবস্থায় ছিলেন না ফারুক। সবশেষ অবস্থা জানতে চাইলে ফারহানা পাঠান বলেন, ‘কথা বলছে। উন্নতি খুব ধীর গতিতে হচ্ছে। আপাতত এর বেশি আর কিছু বলতে পারছি না।’

দেশে ফেরার বিষয়ে চিকিৎসকেরা তেমন কিছুই জানাননি। পুরো সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই চিকিৎসা চলবে বলেই জানান তার স্ত্রী।

এস সি/২৪ জুন

2021-06-24