Thursday , 29 July 2021
Home / খবর / দু’একটা কীটপতঙ্গ সব সেক্টরেই থাকে, সানির ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস

দু’একটা কীটপতঙ্গ সব সেক্টরেই থাকে, সানির ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস


ঢাকা, ২৪ জুন – নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। মৌসুমী, শাবনূরের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সিনেমা। বর্তমানে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করছেন তিনি।

সোশ্যাল মিডিয়াতেও সরব এই অভিনেতা। বিভিন্ন সময় সমাজের নানান অসঙ্গতি ফেইসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তুলে ধরেন। এ জন্য তিনি যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি বিতর্কেও জড়িয়েছেন।

অনেকেই সিনেমায় অভিনয় করে নিজেকে সুপার স্টার ভাবেন। আবার সিনেমায় অভিনয় করেছেন অথচ অপরাধের সঙ্গেও জড়িত- এদের কীটপতঙ্গের সঙ্গে তুলনা করেছেন এই নায়ক। ২৪ জুন ওমর সানি ফেইসবুক পেইজে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন: ‘চলচ্চিত্র কারো সাইনবোর্ড হতে পারে না, কথায় কথায় স্টার সুপার স্টার এগুলো ছাড়েন। শিল্পী অনেক বড় জিনিস। এটা হওয়ার চেষ্টা করছি, দু-একটা কীটপতঙ্গ সব সেক্টরেই থাকে। আমাদের জন্য দোয়া করবেন।’

ওমর সানি দেখতে দেখতে ক্যারিয়ারের প্রায় তিন যুগ পার করেছেন। ‘লাট সাহেবের মেয়ে’, ‘দোলা’, ‘কে অপরাধী’, ‘গরীবের রানী’, ‘হারানো প্রেম’সহ বেশকিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা।

এম এউ, ২৪ জুন

2021-06-24