Thursday , 2 December 2021
Home / খবর / সিনেমার প্রচারে গিয়ে বিরক্ত সালমান

সিনেমার প্রচারে গিয়ে বিরক্ত সালমান


মুম্বাই, ০৮ নভেম্বর – ঢাকাইয়া ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। বড় পর্দায় সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘পাগল মানুষ’ সিনেমায় ২০১৮ সালে। অস্ট্রেলিয়ায় বসবাস করেন এখন। ছেলেকে নিয়ে সেখানেই গড়েছেন স্থায়ী নিবাস।

সিনেমায় নেই তিনি অনেকদিন। তবে জনপ্রিয় নায়িকা হিসেবে শাবনূর আজও ভক্তদের মনে উজ্জ্বল। তাদের সঙ্গেই নিয়মিত যুক্ত থাকার জন্য সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন অভিনেত্রী। খুলেছেন ফেসবুক, ইনস্টাগ্রাম পেজসহ ইউটিউব চ্যানেল।

ফেসবুকে সিনেমার সহকর্মীদের জন্মদিনে শুভেচ্ছাবার্তা দেন শাবনূর। মাঝে মধ্যে নিজের ও ছেলের ছবি দেন, আসে অনেক স্ট্যাটাসও।

আজ সোমবার (৮ নভেম্বর) একটি ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছেন পরামর্শ দেয়া ক্যাপশন। শাবনূর লিখেছেন, ‘ছোট্ট এই জীবন আমাদের নিমেষেই ফুরিয়ে যাবে। তাই প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত উপভোগ করো নিজের মতো করে। পজিটিভ হও; তাহলে সমস্ত কিছুতেই আনন্দ খুঁজে পাবে।’

এদিকে শোনা যাচ্ছে, শিগগিরই দেশে ফিরবেন শাবনূর। আগামী ১৭ ডিসেম্বর তার জন্মদিন। এই বিশেষ দিনটি দেশে ফিরে কাছের মানুষদের নিয়ে উদযাপন করবেন তিনি।

এম ইউ/০৮ নভেম্বর ২০২১

web hit counter