Thursday , 2 December 2021
Home / খবর / ফেরদৌসের ‘ক্ষমা নেই’ – Binodonnews24

ফেরদৌসের ‘ক্ষমা নেই’ – Binodonnews24


ঢাকা, ০৯ নভেম্বর – দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। দীর্ঘ আড়াই বছর পর তিনি ভারতে যাওয়ার অনুমতি পেয়েছেন। এমন এক সময় এই লেখার শিরোনাম দেখে পাঠক কৌতূহলী হয়ে উঠতে পারেন। ভাবতে পারেন, ফেরদৌসকে হয়তো ভারত আবারও কালো তালিকাভূক্ত করেছে।

কিন্তু আসল ঘটনা হলো মহান মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘ক্ষমা নেই’। জেড এইচ মিন্টুর পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করবেন ফেরদৌস। চলতি মাসেই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান নির্মাতা।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, সিনেমাটির গল্প আমাকে স্পর্শ করেছে। আমার মনে হয় গল্পটি যে কারো ভালো লাগবে। সব ঠিক থাকলে শিগগিরই এর শুটিং শুরু হবে। ২০২০-২১ অর্থ বছরে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে সিনেমাটি। পরিচালকের দায়িত্বের পাশাপাশি সিনেমাটির প্রযোজকও জেড এইচ মিন্টু।

‘ক্ষমা নেই’ ছাড়াও ফেরদৌসের হাতে রয়েছে আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’, হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’, এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’। এ ছাড়া ‘রাসেলের জন্য অপেক্ষা’ সিনেমাটির কাজও খুব দ্রুত শুরু হবে বলে জানান এ অভিনেতা।

এন এইচ, ০৯ নভেম্বর

web hit counter