Saturday , 4 December 2021
Home / খবর / এবার নতুন পরিচয়ে নুসরাত – Binodonnews24

এবার নতুন পরিচয়ে নুসরাত – Binodonnews24


কলকাতা, ০৯ নভেম্বর – সন্তান জন্মদানের পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন টালিউডের আলোচিত অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। এরপরই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়া, ফটোশুট, সিনেমার শুট এবং নতুন কাজে নিজেকে ব্যস্ত রাখেন তিনি। এবার বেসরকারি একটি এফএম চ্যানেলে নতুন একটি অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যাবে অভিনেত্রীকে।

সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি ছবি পোস্ট করে নায়িকা নিজেই এ তথ্য জানিয়েছেন। এফএম চ্যানেলের নতুন শো’র নাম ‘ইশক উইথ নুসরাত’। আর এই অনুষ্ঠানটি আগামী ১৫ নভেম্বর থেকে ইউটিউব প্ল্যাটফর্মে প্রচার হবে।

অভিনেত্রী সোশ্যালে শো’র কয়েকটি ঝলকও শেয়ার করেছেন। সেখানে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের মদন মিত্রকে দেখা গেছে। এছাড়া এই শো’র জন্য সদ্যই শুট করেছেন তনুশ্রী চক্রবর্তীও।

প্রসঙ্গত, একই চ্যানেলের জন্য হিন্দিতে শো করেছিলেন কারিনা কাপুর খান। তার উপস্থাপনায় ক্যারিয়ার থেকে সাংসারিক, ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে উঠে আসতো। তবে এবার সাংসদ অভিনেত্রী তার শোয়ে দর্শককে কি উপহার দেবেন তারই অপেক্ষায় ভক্ত-অনুরাগীরা।

নুসরাতের ইনস্টা-স্টোরিতে রয়েছে শোয়ের ঝলক। সেখানে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের মদন মিত্রকে। শোয়ের জন্য সদ্য শুট করলেন তনুশ্রী চক্রবর্তীও।

এন এইচ, ০৯ নভেম্বর

web hit counter