Thursday , 2 December 2021
Home / খবর / এইচএসসি পরীক্ষার আগে আর সিনেমা করবেন না দিঘি

এইচএসসি পরীক্ষার আগে আর সিনেমা করবেন না দিঘি


শিশুশিল্পী হিসেবে দর্শকমনে জায়গা করে নিয়েছেন ‘চাচ্চু’খ্যাত দীঘি। শিশুশিল্পী হিসাবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এবার নায়িকা হিসেবেও নাম লিখিয়েছেন তিনি।

সেলিম খান পরিচালিত শাপলা মিডিয়ার ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা দিয়েই নায়িকার খাতায় নাম লেখান দীঘি। এতে তার বিপরীতে আছেন আরেক তরুণ নায়ক শান্ত খান।

অন্য আরেকটি ছবি ‘তুমি আছো তুমি নেই’ নির্মাণ করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। এতে দীঘির নায়ক হিসেবে আছেন আসিফ ইমরোজ। জানা গেছে, ছবিটির গল্প রোমান্টিক ও বিরহে গাঁথা।

অভিষেকিই একসঙ্গে দুই সিনেমা। যেগুলো হাতে আছে সেগুলো এইচএসসি পরীক্ষার আগেই শেষ করতে চান। আর যদি কাজ বাকি থাকে সেগুলো পরীক্ষার পরে করবেন। আর পরীক্ষার আগে নতুন কাজ হাতে নিবেন না বলে জানান দীঘি।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter