Thursday , 29 July 2021
Home / খবর / পেটে ব্যথা, গুরুতর অসুস্থ মিমি চক্রবর্তী

পেটে ব্যথা, গুরুতর অসুস্থ মিমি চক্রবর্তী


কলকাতা, ২৬ জুন – গুরুতর অসুস্থ টলিউড অভিনেত্রী ও পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমি চক্রবর্তী। কয়েকদিন আগেই করোনার টিকা নিয়েছিলেন তিনি। এর চারদিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। শনিবার ভোর থেকেই সমস্যা শুরু হয়। অবস্থা বেশি খারাপ হওয়ায় অভিনেত্রীর বাড়িতেই হাজির হন চিকিৎসক।

ভোর চারটা থেকেই সমস্যা শুরু হয়। পেটে মারাত্মক ব্যথা। ঘাম দিতে থাকে। কিন্তু এত ভোরে যোগাযোগ করা সম্ভব হয়নি ডাক্তারের সঙ্গে। তারপর ভোর ৬টায় মিমির ব্যক্তিগত চিকিৎসক তার বাড়িতে আসেন। এমনিতেই অভিনেত্রীর গলব্লাডারের সমস্যা ছিল। চিকিৎসক মিমিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও রাজি হননি তিনি। আপাতত বাড়িতে থেকেই চলছে চিকিৎসা।

এন এইচ, ২৬ জুন

2021-06-26