Thursday , 2 December 2021
Home / খবর / বিয়ের দিন এগিয়ে আনলেন ক্যাটরিনা!

বিয়ের দিন এগিয়ে আনলেন ক্যাটরিনা!


ধুমধাম করে বিয়ে করতে চান, সাজতে চান মনের মতো। তাই সুবিধা মতো বিয়ের দিন এগিয়ে এনেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কইফ।

ছবির শুটিং শেষ করে ২০২২ সালের মে মাসে বিয়ের পিঁড়িতে বসবেন বলে ঠিক করেছিলেন ভিকি। কিন্তু এতদিন পর্যন্ত অপেক্ষা করতে নারাজ ক্যাটরিনা।

ইতোমধ্যেই বিয়ের তোড়জোড় শুরু। শোনা যাচ্ছে, রাজস্থানে অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন তারা। কিন্তু মে মাসে সেখানে প্রচণ্ড গরম থাকায় শীতেই শুভ কাজ সেরে ফেলতে চাইছেন ক্যাটরিনা।

ভিকি-ক্যাটরিনার ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেছেন, বিয়ে কোথায় হবে, কী পোশাক পরবে সবকিছু ঠিক করে রেখেছিল ক্যাটরিনা। মে মাসে রাজস্থানে খুব গরম পড়বে বলে তখন সেখানে অনুষ্ঠান করা সম্ভব নয়।

সেই ব্যক্তি জানিয়েছেন, খোলা জায়গায় সাজিয়ে গুছিয়ে বিয়ে করবেন ভিকি-ক্যাটরিনা। সারা দিন জুড়ে প্রচুর নিয়মকানুন মেনে সাত পাকে বাঁধা পড়বেন তারা। গরমে এত কিছু সামলানো মুশকিল। তাই ডিসেম্বরের ঠাণ্ডায় নিজের ইচ্ছেপূরণ করতে চাইছেন ভিকির প্রেমিকা।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter