Saturday , 27 November 2021
Home / খবর / ৬ বছরের প্রেমকে পরিণতি দিচ্ছেন মিম, কে এই সনি পোদ্দার?

৬ বছরের প্রেমকে পরিণতি দিচ্ছেন মিম, কে এই সনি পোদ্দার?


ঢাকা, ১১ নভেম্বর – বিদ্যা সিনহা মিমের জন্মদিন। এ উপলক্ষে আলাপকালে সকালেই জানিয়েছিলেন রাতে সারপ্রাইজ দেবেন। জীবনের বিশেষ ঘটনার বিষয়ে জানাবেন।

অবশেষে জানালেন। বিয়ে করতে যাচ্ছেন এই লাক্স তারকা। পাত্রের নাম সনি পোদ্দার।

এরইমধ্যে হয়ে গেছে বাগদান। আজ বুধবার (১০ নভেম্বর) ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বাগদান অনুষ্ঠিত হলো।

মিম জানান, আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বর-কনের দুই পরিবারের সদস্যরা।

মিম জানান, তার হবু স্বামী সনি পোদ্দার কুমিল্লার ছেলে। ঢাকা সিটি ব্যাংকের কর্মকর্তা তিনি।

সনির সঙ্গে পরিচয় ৬ বছর আগে। মিমের বান্ধবী অর্নির মাধ্যমে সনির সঙ্গে পরিচয়৷ তারপর বন্ধুত্ব। সেখান থেকে প্রেম। এরপর নিজের পছন্দের ছেলেকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম। বাবা-মা রাজি হওয়ায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

এন এইচ, ১১ নভেম্বর

web hit counter