Monday , 26 July 2021
Home / খবর / হাসপাতালে কবির সুমন

হাসপাতালে কবির সুমন


হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবির সুমন। রবিবার মধ্যরাতে অসুস্থ হওয়ার পর তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালটির উডবার্ন ওয়ার্ডে ভর্তি আছেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত চারদিন ধরে গলায় ব্যথা অনুভব করেন কবির সুমন। এমনকী ঢোকও গিলতে পারছিলেন না। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার। তবে করোনার পরীক্ষা করাননি। পরে রবিবার রাতে গলা ব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় দ্রুত তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

শরীরে অক্সিজেনের মাত্রাও নেমে গিয়েছিল। চিকিৎসক অরুণাভ সেনগুপ্তের তত্ত্বাবধানে শিল্পীর চিকিৎসায় ২ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। করোনা পরীক্ষা করানো হয়েছে ৭৮ বছরের শিল্পীর। তবে রিপোর্ট এখনও আসেনি।

সূত্র: বিনোদন২৪.কম

2021-06-28