Thursday , 29 July 2021
Home / খবর / বিগ বসে যাচ্ছেন না অঙ্কিতা

বিগ বসে যাচ্ছেন না অঙ্কিতা


মুম্বাই, ২৮ জুুন- অঙ্কিতা লোখান্ডে বিগ বসের ১৫ নম্বর সিজনের অফার পেয়েছেন বলে খবর চাউর হয়। বিষয়টা নিজেই পরিষ্কার করলেন অঙ্কিতা।

সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি দিলেন, তিনি বিগ বসে যাচ্ছেন না। পুরোটাই নাকি গুজব।

অঙ্কিতা জানালেন, তার নজরে এসেছে বেশ কিছু মিডিয়া রিপোর্ট করেছে, তিনি এই বছর বিগ বসে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছেন। অভিনেত্রীর ভাষ্য, তিনি কোনোভাবেই এই বছর বিগ বসের ঘরে প্রতিযোগি হিসেবে অংশগ্রহণ করছেন না। তাকে নিয়ে যেসব খবর ছড়িয়েছে তা পুরোটাই ভিত্তিহীন।

সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে বিগ বসের অফার রয়েছে সুশান্ত সিং রাজপুতের দুই সাবেক রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডের কাছে।

এস সি/২৮ জুন

2021-06-28