Tuesday , 3 August 2021
Home / খবর / তোপের মুখে নোবেল

তোপের মুখে নোবেল


দেশীয় মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম সমালোচিত নাম নোবেল। গুণী শিল্পীদের সোশ্যাল মিডিয়ায় হেয় করে বিতর্কিত হয়েছেন তিনি। ফেসবুকে তার বিতর্কিত পোস্ট নিয়ে সমালোচনা হয়ে থাকে। এমনকি নোবেলের এই বিতর্কিত পোস্টের জন্য ভারতেও তার বিরুদ্ধে মামলা হয়েছে বলা জানা যায়।

এছাড়া ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র শিল্পী নোবেলকে আশ্রয় দিয়ে এখন হায়হায় করছেন এমন গুঞ্জন চাউর রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় আবারও বিদ্রুপের শিকার হলেন তিনি। আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন। সোমবার রাতে ফেসবুকে একথা লেখেন নোবেল। তাতেই বিদ্রুপের পালা শুরু হয়ে যায়। নোবলের পোস্টের ‘হয়তো’ শব্দ নিয়ে আপত্তি নেটিজেনদের।

হয়তো বা? আপনি সিওর না? এমন প্রশ্ন তোলা হয়েছে। একজন কটাক্ষ করে লিখেছেন, ভাই যা করেছো তো করেছোই এখন বাচ্চাটার দিকে তাকাইয়া ভালো হয়ে যাও। যেন বাচ্চা তোমারে নিয়া প্রাউড করতে পারে। এমনই প্রতিক্রিয়ায় ভরে গেছে নোবেলেন কমেন্ট বক্স।

সূত্র: বিনোদন২৪.কম

2021-06-29