Tuesday , 3 August 2021
Home / খবর / মিথিলাকে বিয়ে করলেন পার্থ বড়ুয়া!

মিথিলাকে বিয়ে করলেন পার্থ বড়ুয়া!


পার্থ বড়ুয়া ও রাফিয়াত রশিদ মিথিলার মধ্যে একটা বিষয়ে দারুণ মিল। দুজনই একইসঙ্গে অভিনয় এবং গানের মানুষ। এই দুই তারকাকে এর আগে একসঙ্গে দেখা গেছে দুটি নাটকেও। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে নাটকে অভিনয় করছেন পার্থ বড়ুয়া ও মিথিলা।

আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং হচ্ছে। ‘সুখী আত্মা’ নামের নাটকটির চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অলোক হাসান। এই নাটকের গল্পে পার্থ বড়ুয়ার চরিত্রের নাম অমিয় আর মিথিলা আছেন মিথি চরিত্রে।

গল্পে, একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন অমিয়। পাশাপাশি কবরফলক লেখেন। অফিসের বস একদিন তাকে নিজ মেয়ের কবরের জন্য একটি ফলক লিখে দিতে বলেন। যার নাম মিথি। চিকিৎসক জানিয়েছন, ক্যানসারে আক্রান্ত মিথি বেশি দিন বাঁচবেন না।

বেঁচে থাকতে সে দেখে যেতে চায় তার সমাধিতে কী লেখা থাকবে! কিন্তু এক পর্যায়ে অমিয়র সঙ্গে দেখা করেন মিথি। দুজনের মধ্যে সম্পর্ক হয়। পরিবারের বাধা উপেক্ষা করেন অমিয়কে বিয়েও করেন তিনি। কিন্তু বাসর রাতেই মারা যায় মিথি।

নির্মাতা সুত্রে জানা গেছে, আসছে ঈদুল আজহায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে নাটকটি।

সূত্র: বিনোদন২৪.কম

2021-06-29