Tuesday , 3 August 2021
Home / খবর / সুমাইয়া শিমু ফিরছেন তিন বছর পর

সুমাইয়া শিমু ফিরছেন তিন বছর পর


এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু এখন অভিনয়ে অনিয়মিত। এ অভিনেত্রী দীর্ঘ তিন বছর পর আবারো অভিনয়ে ফেরার ইঙ্গিত দিলেন।

সম্প্রতি বাজরিগার পাখি ভর্তি খাঁচাসহ সুমাইয়া শিমুর একটি ছবি নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ তার ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন। এটি একটি নাটকের চিত্র।

এ বিষয়ে জানা যায়, সুমাইয়া শিমু-মুশফিক আর ফারহান অভিনীত ও রাজ পরিচালিত এই নাটকটির নাম ‘লাইফলাইন’। ঈদুল আজহার জন্য এটি তৈরি হচ্ছে। সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত নাটকটির মাধ্যমে আবারো ছোট পর্দায় ফেরার জানান দিলেন সুমাইয়া শিমু।

এ বিষয়ে শিমু বলেন, অভিনয়ের কারণেই আজকের এ অবস্থানে আসতে পেরেছি। বিশেষ করে দর্শক আমার অভিনীত নাটক যেভাবে দেখেছেন তাতে সারা জীবন কৃতজ্ঞ। তাদের কথা বিবেচনায় রেখেই তিন বছর পর অভিনয়ে ফেরা।

সূত্র: বিনোদন২৪.কম

2021-07-01