Saturday , 27 November 2021
Home / খবর / বাবা হারালেন রচনা ব্যানার্জি – Binodonnews24

বাবা হারালেন রচনা ব্যানার্জি – Binodonnews24


কলকাতা, ১৬ নভেম্বর – বাবা হারালেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী রচনা ব্যানার্জি। সোমবার (১৫ নভেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রচনার বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন রবীন্দ্রনাথ। রোববার (১৪ নভেম্বর) রাতে তার শরীরিক অবস্থার অবনতি হয়। রচনার বাড়িতেই চলছিল তার চিকিত্সা। কিন্তু শেষরক্ষা হলো না। গতকালই তার বাবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

প্রতিদিনের মতো সোমবারও ব্যস্ত শিডিউল রেখেছিলেন রচনা। তবে আকস্মিক এই ঘটনা সব বদলে দেয়। রচনার সবচেয়ে কাছের বন্ধু ছিলেন তার বাবা। তিনি মেয়েকে শিখেয়েছেন জীবন-দর্শন। শোবিজ দুনিয়ায় খুব অল্প বয়সে ক্যারিয়ার শুরু করেন তিনি। আর সব সিদ্ধান্তে পাশে পেয়েছেন বাবাকে। সেই বাবাকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন রচনা।

এন এইচ, ১৬ নভেম্বর

web hit counter