Tuesday , 30 November 2021
Home / খবর / শুটিংয়ে টানা ১২ ঘণ্টা চোখ বেঁধে রেখেছিলেন তাপসী

শুটিংয়ে টানা ১২ ঘণ্টা চোখ বেঁধে রেখেছিলেন তাপসী


মুম্বাই, ১৭ নভেম্বর – বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর পরবর্তী সিনেমা ‘ব্লার’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন তিনি। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এ সিনেমায় কাজ করতে গিয়ে টানা ১২ ঘণ্টা চোখ বেঁধে রেখেছিলেন তিনি। অবাক লাগলেও এমনটাই করেছেন চরিত্রের প্রয়োজনে।

সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন—‘তাপসী তার চরিত্রের আবেগ পুরোপুরি অনুভব করতে চেয়েছেন। অন্ধ মানুষের অনুভূতির জন্য টানা ১২ ঘণ্টা চোখ বেঁধে রেখেছিলেন। সকাল ৭টায় চোখে তুলা দিয়ে চোখ বেঁধে নেন তিনি। এরপর প্রতিদিনের কাজকর্ম করে যান। চোখ বাঁধা অবস্থায় ফোনকল রিসিভ করা, খাওয়া-দাওয়া করা, কলাকুশলীদের সঙ্গে কথা বলা থেকে সবকিছু করেন তিনি।’

স্প্যানিশ সিনেমা ‘জুলিয়াজ আইজ’–এর হিন্দি রিমেক তাপসীর ‘ব্লার’। এতে তাকে যমজ দুই বোনের ভূমিকায় দেখা যাবে তাকে। ‘ব্লার’ সিনেমায় এক মহিলা তার যমজ বোনের রহস্যময় মৃত্যুর তদন্তে জড়িয়ে পড়বে। অজয় বহেল পরিচালিত এই সিনেমায় তাপসীর স্বামীর চরিত্রে আছেন অভিনেতা গুলশান দেবৈয়া।

এর আগে এ সিনেমা প্রসঙ্গে তাপসী বলেন, ‘‘ব্লার’ সিনেমার কাজ করতে করতে আমি অনেক কিছু শিখেছি। এই সিনেমার সঙ্গে আমার একরাশ আবেগ জড়িয়ে আছে। সিনেমাটির শুটিং শেষ হয়ে যাওয়ার পর দারুণভাবে উদ্‌যাপন করব। আগামী দিনে আমি আমার পছন্দমতো ব্যতিক্রমী সব সিনেমা দর্শকের সামনে নিয়ে আসব।’’

এন এইচ, ১৭ নভেম্বর

web hit counter