Thursday , 5 August 2021
Home / খবর / কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী নাবিলা

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী নাবিলা


ঢাকা, ০১ জুলাই – মা হলেন ‘আয়নাবাজি’ সিনেমা খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর এভারকেয়ার হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন। পরিবার সূত্রে এসব তথ‌্য জানা গেছে।

২০১৮ সালের এপ্রিলে জোবাইদুল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাবিলা। এটি তাদের প্রথম সন্তান।

গত এপ্রিলের শুরুতে বেবি বাম্পের ছবি ফেসবুকে পোস্ট করে মা হতে যাওয়ার খবর জানান নাবিলা। এ সময় নাবিলা বলেছিলেন, ‘জুলাইয়ের প্রথম হাফে সন্তান পৃথিবীর আলো দেখবে। জুনের শেষ সপ্তাহেও হয়তো সুখবর দিতে পারি।’

২০০৬ সালে টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন নাবিলা। বহু নাটক ও বিজ্ঞাপনে কাজ করে আলোচিত হন তিনি। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল ‘আয়নাবাজি’ চলচ্চিত্র। অমিতাভ রেজা পরিচালিত এ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করে প্রশংসিত হন নাবিলা।

এন এইচ, ০১ জুলাই

2021-07-02