Saturday , 4 December 2021
Home / খবর / নায়িকা রাকুলের বাসভবনে আগুন – Binodonnews24

নায়িকা রাকুলের বাসভবনে আগুন – Binodonnews24


মুম্বাই, ২০ নভেম্বর – অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের মুম্বাইয়ের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের ১৩তম তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণও এ প্রতিবেদন লেখা পর্যন্ত অজানা। ভবনের সামনে দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স দেখা গেছে।

গত মাসে নিজের প্রেমের খবর সামাজিক পাতায় শেয়ার করে সবাইকে চমকে দিয়েছিলেন রাকুল প্রীত সিং। নিজের জন্মদিনে ছবি পোস্ট করে এ নায়িকা জানান, অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

রাকুল প্রীত সিং মূলততামিল, তেলেগু ইন্ডাষ্ট্রি সিনেমার অভিনেত্রী। বর্তমানে বলিউডে নিয়মিত হয়েছেন তিনি। বর্তমানে রাকুলের ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। অজয় দেবগনের ‘মে ডে’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া জন আব্রাহাম ও জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে ‘অ্যাটাক’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

এম ইউ/২০ নভেম্বর ২০২১

web hit counter