Thursday , 5 August 2021
Home / খবর / ‘ভাইরাল ভাইরাসে’ আক্রান্ত সাফা কবির!

‘ভাইরাল ভাইরাসে’ আক্রান্ত সাফা কবির!


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হয়েছে ‘ভাইরাল ভাইরাস’ শিরোনামে একটি একক নাটক। শাওন কৈরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।

সাফার বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেতা ইয়াশ রোহানকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, করবি মিজান, ফরহাদ লিমনসহ অনেকেই। নাটকটির শুট শেষ হয়েছে।

নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক গৌতম কৈরী জানিয়েছেন, একটা মেয়ের গল্প নিয়ে এগিয়ে যাবে নাটকটি। যে মেয়ে ভাইরাল হতে চায়। আর সে কারণেই তার পরিবার ও আশপাশের মানুষেরা বেশ চিন্তিত। তবে নাটকটি শেষ হবে একটি সামাজিক বার্তা দিয়ে।

আসন্ন ঈদুল আজহায় ‘ভাইরাল ভাইরাস’ নাটকটি এনটিভির পর্দায় দেখা যাবে।

 

সূত্র: বিনোদন২৪.কম

2021-07-03