Thursday , 2 December 2021
Home / খবর / একই সিনেমায় হিরো আলমের সঙ্গে মুনমুন

একই সিনেমায় হিরো আলমের সঙ্গে মুনমুন


ঢাকা, ২১ নভেম্বর – এক সময়ের আলোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা মুনমুন। আর সামাজিক মাধ্যমে আলোচিত-সমালোচিত তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার এই দু’জন এক হলেন এক সিনেমায়। ‘বউ জামাইয়ের লড়াই’ নামের এক সিনেমার শুটিং শুরু করেছেন তারা। এটি নির্মাণ করছেন বাবুল রেজা। আর প্রযোজক হিসেবে আছেন হিরো আলম নিজেই।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘পরিচালক মালেক আফসারী সাহেবের আমন্ত্রণে আমি ও মুনমুন আপা একটি লাইভ অনুষ্ঠান করেছিলাম। সে সময়ই মনে হয়েছিল, আমার সিনেমায় মুনমুন আপাকে নেবো। আমি লাইভেই কথা দিয়েছিলাম। সেই কথা রাখলাম।’

সাভারের ডিপজলের বাড়িতে গতকাল শনিবার থেকে সিনেমার শুটিং শুরু হয়েছে। এতে হিরো আলম-মুনমুন ছাড়াও অংশ নিয়েছেন গাঙ্গুয়া, নতুন অভিনেত্রী নুসরাত, জারা জেরিন প্রমুখ।

এন এইচ, ২১ নভেম্বর

web hit counter