Saturday , 24 July 2021
Home / খবর / এক সিনেমার জন্য ৫৫ কোটি রুপি চাইলেন মহেশ বাবু

এক সিনেমার জন্য ৫৫ কোটি রুপি চাইলেন মহেশ বাবু


দীর্ঘ ১১ বছর পর তেলেগু সুপারস্টার মহেশ বাবুকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন পরিচালক ত্রিভিক্রম শ্রিনিবাস। গেল মে মাসেই সিনেমাটি নিয়ে ঘোষণা দেন পরিচালক শ্রীনিবাস। সিনেমার নাম ‘পারথু’। এতে মহেশের বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে।

চলতি বছরের শেষদিকে সিনেমাটির কাজ শুরু করবেন তারা। এর আগে এবার ভারতীয় গণমাধ্যমের চমকপ্রদ খবরে জানা গেছে। সিনেমাটির জন্য প্রায় ৫৫ কোটি রুপি নিচ্ছেন মহেশ বাবু।

সম্প্রতি বলিউড লাইফ এক প্রতিবেদনে জানায়, এর আগে ২০০৫ সালে আতহাদু এবং ২০১০ সালে খালেজা নামক দুই সিনেমায় এক সাথে কাজ করেছেন মহেশ এবং শ্রীনিবাস। এবার দীর্ঘ ১১ বছর পর একসঙ্গে হলেন তারা। সিনেমাটির জন্য প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে ৫৫ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন মহেশ।

আশা করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে মহেশের দাবি মেনে নেবে তাকে নিয়েই কাজটি শুরু করবে প্রযোজনা প্রতিষ্ঠান৷

মহেশ বাবু বর্তমানে একটি অ্যাকশন থ্রিলার ফিল্মে কাজ করছেন। ‘সরকারু ভারি পাটা’ নামক এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন কৃতি সুরেশ।

সূত্র: বিনোদন২৪.কম

2021-07-04