Saturday , 4 December 2021
Home / খবর / নতুন রূপে সুস্মিতা – Binodonnews24

নতুন রূপে সুস্মিতা – Binodonnews24


মুম্বাই, ২২ নভেম্বর – যার রূপে মুগ্ধ গোটা বিশ্ব, তিনি সুস্মিতা সেন। সেই সুস্মিতাই এবার হাজির হলেন নতুন রূপে। খোলা চিঠি লিখে নিজেই সে কথা জানিয়েছিলেন ‘আরিয়া’। চিন্তায় ছিলেন তার অনুরাগীরা।

তবে সুস্মিতা কথা দিয়েছিলেন, খুব তাড়াতাড়িই প্রকাশ্যে আনবেন তার নতুন ‘লুক’। কথা রেখেছেন বিশ্বসুন্দরী। জন্মদিনে নতুন রূপে এসেছেন ভক্তদের সামনে।

লাইভ ভিডিওতে ছোট চুল, চোখে রোদচশমা। রাস্তায় হাঁটতে হাঁটতেই শুরু করলেন সুস্মিতা— “আমি জানি, আমার অস্ত্রোপচারের কথা শুনে, আপনারা অনেকেই ভয় পেয়েছেন। কিন্তু আমি ঠিক আছি। কোনও সমস্যা হলে নিশ্চয়ই জানাতাম।” জন্মদিনে অগণিত শুভেচ্ছার জন্য অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন বঙ্গতনয়া।

সুস্মিতা জানিয়েছেন, ‘আরিয়া’র দ্বিতীয় সিজনের শ্যুট ইতিমধ্যেই শেষ। ২০২০ সালে এই ওয়েব সিরিজের হাত ধরেই পর্দায় ফিরেছিলেন তিনি। বেশ কয়েক বছর পরে নতুন করে চমক দিয়েছিলেন দর্শকদের। এ বারও ফের নতুন করে চমক!

এন এইচ, ২২ নভেম্বর

web hit counter