Monday , 26 July 2021
Home / খবর / সরকারি অনুদানের দুই সিনেমা নির্মাণে এসএ হক অলিক

সরকারি অনুদানের দুই সিনেমা নির্মাণে এসএ হক অলিক


ঢাকা, ০৪ জুলাই – এসএ হক অলিক। একজন জনপ্রিয় পরিচালক, দক্ষ সংগঠক। সিনেমা ও নাটক নির্মাণে সক্রিয় থাকেন সারা বছর। এই গুণী পরিচালক পরপর দুই বছর দুটি সরকারি অনুদানের সিনেমা নির্মাণের দায়িত্ব পেয়েছেন। গত বছরের অনুদানপ্রাপ্ত সিনেমাটির নাম ‘যোদ্ধা’। এবারেরটির নাম ‘গলুই’।

করোনা সংকটের কারণে ‘যোদ্ধা’ সিনেমাটির শুটিং গত বছর শুরু করতে না পারলেও আগামী শীতকালে এটির শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন অলিক। তার আগেই ‘গলুই’ ছবিটির শুটিং শুরু করবেন এই নির্মাতা। আগামী ঈদের পর কিশোরগঞ্জের হাওরাঞ্চলে এটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন অলিক।

এ প্রসঙ্গে তিনি বলেন, করোনার কারনেই আসলে সব পরিকল্পনা পরিবর্তন হয়ে যাচ্ছে। এবারের ছবিটির অভিনয় শিল্পী নির্বাচনের কাজ করছি। আর গত বছরের ছবিটি যেহেতু পরে নির্মাণ করব, তাই সেটির প্রতি মনযোগ কম এখন। আশা করছি দুটি ছবিই পরিকল্পনা মতো নির্মাণ করতে পারব।

প্রসঙ্গত, এর আগে চারটি নির্মাণ করেছিলেন এই নির্মাতা। তার নির্মিত প্রথম ছবি ‘হৃদয়ের কথা’ আকাশচুম্বী জনপ্রিয়তা পায়।

এদিকে নাটক নির্মাণেও ব্যস্ততা আছে এই পরিচালকের। আগামী ঈদে তিনটি টিভি চ্যানেলে তার পরিচালিত নাটক প্রচার হবে। এগুলো হলো- বাংলাভিশনে ‘বাই বড়ই প্রেমিক পুরুষ’, এটিএন বাংলায় ‘আমি ভালোবাসি তোকে’ এবং বৈশাখীতে ‘বিরাট কোরবানীর হাট’।

এম ইউ/০৪ জুলাই ২০২১

2021-07-05