Thursday , 2 December 2021
Home / খবর / প্রতিদিন ১৬ ঘণ্টা অনাহারে থাকেন অভিনেত্রী এনা

প্রতিদিন ১৬ ঘণ্টা অনাহারে থাকেন অভিনেত্রী এনা


কলকাতা, ২৬ নভেম্বর – এ মুহূর্তে বেশ ব্যস্ততার মধ্যে দিন কাটছে অভিনেত্রী তথা প্রযোজক এনা সাহার। অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সদ্য শেষ করেছেন ‘চিনেবাদাম’ ছবির শ্যুটিং।

তার ফাঁকেই শুরু করতে চলেছেন যশ-নুসরাতের সঙ্গে ছবির কাজ। নাম ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এনার অনুসারী ১০ লাখ ছাড়িয়ে গেছে। তবে বিভিন্ন সময় তাকে ট্রোলডও হতে হয়েছে। কেউ কেউ তার শরীরিক ওজনের বিষয়টি সামনে এনে ট্রোল করেছেন।

তবে এবার জবাব দিতে শুরু করেছেন এনাও। সম্প্রতি অনেকটাই ওজন কমিয়েছেন এনা। কিন্তু কীভাবে কমালেন ওজন?

এনা জানান, ‘চিনেবাদাম’ ছবির আগেই ১০ কেজি ওজন কমিয়েছেন এনা। এটা তিনি করেছেন ইন্টিমেডেট ফ্যাস্টিং করে। অর্থাৎ দিনে ৮ ঘণ্টা খান ও ১৬ ঘণ্টা অনাহারে থাকতে হয় এনাকে। যদিও মাঝে চিটিং করেই থাকেন তিনি। চিট ডেতে তার পছন্দ আলু প্যাটি ও ডোরিটোস।

‘এসওএস কলকাতা’-র হাত ধরে প্রযোজনায় হাতেখড়ি হয় এনার। তারপর যশের সঙ্গে জুটি বেঁধে ‘চিনেবাদাম’ ছবির শ্যুটিং শেষ করলেন তিনি। ছবিটি একটি রোমান্টিক কমেডি। সূত্র: এই সময়।

এন এইচ, ২৬ নভেম্বর

web hit counter