Saturday , 24 July 2021
Home / খবর / কানের লাল গালিচায় এক খণ্ড বাংলাদেশ

কানের লাল গালিচায় এক খণ্ড বাংলাদেশ


ঢাকা, ০৭ জুলাই – গতকাল শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। এবারের কান উৎসব বাংলাদেশের জন্য বিশেষ। কারণ বাংলাদেশের ছবি রেহানা মরিয়ম নুর’ ছবিটি এবার প্রদর্শিত উৎসবের ৭৪তম আসরে।

উৎসবের দ্বিতীয় দিনে আজ সকাল ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় ৩টি ১৫ মিনিট) দেখানো হচ্ছে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। ছবিটির জন্য বাঁধন, সাদরা।

জানা গেছে বাঁধনদের ছবিটি দেখার জন্য সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবুও হাজির সেখানে।

এন এইচ, ০৭ জুলাই

2021-07-08